অবশেষে লি রোডের স্বর্ণ ব্যবসায়ী খুনের মূল অভিযুক্ত গ্রেফতার হল
TODAYS বাংলাঃ বড়-সড় সাফল্য পেল কলকাতা পুলিশ। অবশেষে লি রোডের স্বর্ণ ব্যবসায়ী খুনের মূল অভিযুক্ত গ্রেফতার হল। অভিযুক্ত বিনয় শর্মা ওরফে শিবমকে আমেদাবাদ থেকে জালে পুরতে সক্ষম হল পুলিশ। বিনয়ের বাড়ি নয়াদিল্লিতে। সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানিয়েছেন কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল
দিল্লিতেও নাকি এই অভিযুক্তের বিরুদ্ধে প্রতারণার মামলা রয়েছে। পুলিশের কাছে খবর ছিল যে, অপরাধী বিনয় শর্মা ছত্তীশগড়, মহারাষ্ট্র, গুজরাট এবং ওড়িশাতে গা ঢাকা দিয়ে রয়েছেন। অবশেষে আমেদাবাদ থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। অপরাধী মোট ন’বার নাম বদল করেছিলেন। তাই তাঁকে ধরার কাজটা খুব একটা সহজ ছিল না। এমনটাই জানিয়েছেন কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বিমল কোনও জায়গায় বেশিক্ষণ থাকেনি। ফলে ওর নাগাল পাওয়া কঠিন হয়ে গিয়েছিল। অত্যন্ত বুদ্ধির সঙ্গে দেশের বিভিন্ন শহরে কাটালেও কোনও সূত্র রাখত না সে। ব্যবসায়ীর কাছ থেকে নেওয়া মুক্তিপণের টাকা সে নিজের কাছেই রেখেছিল। সেখান থেকে সে বেশকিছু টাকা খরচও করেছিল। তার কাছ থেকে সাড়ে ছয় লক্ষ টাকা পাওয়া গিয়েছে। গত ১৪ ফেব্রুয়ারি ভবানীপুরের একটি অতিথিশালায় স্বর্ণ ব্যবসায়ী শান্তিলাল বেদের মৃতদেহ উদ্ধার হয়।