মৈনাক ক্লাবের শ্যামাপূজার থিম ‘ পূরণ ‘
TODAYS বাংলা: দুর্গা পুজোর পর দেখতে দেখতে কালীপুজোর পালা চলে এলো। মা দুর্গা আসেন এখানে ৫ দিন থাকেন। কিন্তু মা কালী আসেন একদিনেই সব আনন্দ আর রোশনাই নিয়ে আসেন।


মা শ্যামা নাকি অন্ধকারের দেবী কিন্তু তার আরাধনার দিনে চারদিকে প্রদীপ, আতশবাজি এর ধুম থাকে। শ্যামার আরাধনায় সব জায়গায় পুজো মণ্ডপ প্রতিমা ও আলোকসজ্জার ব্যবস্থা করেন। এবারেও কোন পুজো কমিটি কি করেছেন জেনে নেব।

পুজো কমিটির নাম : মৈনাক ক্লাব
কত দিনের পুজো : ৪৮ তম বর্ষ
থিম : ‘ পূরণ ‘
পুজোর কি ব্যবস্থা : অগ্নি নির্বাপক যন্ত্র, আগুনের বল, পর্যাপ্ত পরিমাণ বালি, পর্যাপ্ত জল সরবরাহ, ৪-৫ টি ফায়ার সিলিন্ডার এবং পূজা প্যান্ডেলের প্রায় সবকিছুই যা প্রয়োজন। রঙগুলি পরিবেশ বান্ধব, উপকরণগুলি দাহ্য।