কাঁকুড়গাছি সি.আই.টি. বিল্ডিংস্ রেসিডেন্টস্ ওয়েলফেয়ার সোসাইটির এবারের থিম “এসো মা দুর্গা”
TODAYS বাংলা: দীর্ঘ ৩৬৫ দিনের অপেক্ষার পর মা আসেন আমাদের ঘরে। আমরা প্রাণপণে অপেক্ষা করে থাকি। পুজোর কেনা কাটা শুরু হয়ে যায় দীর্ঘ দিন আগে থেকেই। সাথে শুরু হয় প্যান্ডেল তৈরির কাজ। এবারে কাঁকুড়গাছি সি.আই.টি. বিল্ডিংস্ রেসিডেন্টস্ ওয়েলফেয়ার সোসাইটির কি থিম করেছে তা বিষয়ে কথা বলে যা জানালেন-

পুজো কমিটির নাম – কাঁকুড়গাছি সি.আই.টি. বিল্ডিংস্ রেসিডেন্টস্ ওয়েলফেয়ার সোসাইটি।
১) আপনাদের দুর্গা পুজো কতদিনের ?
উ: ৬১ বছর

২) এবারের থিম কি?
উ: ‘এসো মা দুর্গা’
৩) প্যান্ডেল তৈরি হওয়ার উদ্যোগ পুজোর কতদিন আগে থেকে নেওয়া হয়?
উ: ১ মাস

৪) থিমের ভাবনার কারণ?
উ:
UNESCO দ্বারা কলকাতার দুর্গাপূজো যে বিশ্ববরেণ্য উৎসবের স্বীকৃতি পেয়েছে সেই স্বীকৃতি কথা মাথায় রেখেই সম্পূর্ণ নিজস্ব প্রচেষ্টায় সাবেকিয়ানা থেকে থিম পূজোর দিকে পা বাড়ানো।
