ছবির শুটিংয়ের জন্য ছেলে তৈমুরকে নিয়ে বাগডোগরা এয়ারপোর্টে কারিনা কাপুর খান
TODAYS বাংলা: একটি হিন্দি ছবির শুটিং এর জন্য ছেলে তৈমুরকে নিয়ে আজ বাগডোগরা এয়ারপোর্টে এসে পৌছলেন সৈয়ফ আলি খানের স্ত্রী কারিনা কাপুর খান।

আজ দুপুর আড়াইটের সময় তিনি বাগডোগরা এয়ারপোর্টে নামলেন।ওই হিন্দি ছবির মুল শুটিং হবে দার্জিলিং এ।জানা গেছে কাল থেকে টানা সাতদিন ধরে শুটিং চলবে শৈলশহরে।


জানা গেছে দার্জিলিং থেকে কলকাতা যাবেন সাইফ জায়া।এদিন বাগডোগরা এয়ারপোর্টে কারিনার সাথে নামেন তার ছেলেকে দেখাশোনা করবার দুজন Hostege,এজেন্ট এবং তার নিরাপত্তা রক্ষীরা।

যাত্রীরা প্রথমে বুঝতে পারেন নি,পরে বুঝতে পেরে হুমড়ি খেয়ে পড়েন,অবশ্য করিনা হাসিমুখেই তাদের অটোগ্রাফ বিলি করেন।এয়ারপোর্ট থেকে কারিনা কাপুর দার্জিলিং এর উদ্দেশ্য রওয়ানা হয়ে যান।
