কাশিরাম দাসের স্মৃতি সৌজন্যে মেলার আয়োজন
TODAYS বাংলা; পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২নং ব্লকের সিঙ্গি অঞ্চলের সিঙ্গি গ্ৰামে বাড়ি মহাভারত রচয়িতা মহাকবি কাশীরাম দাস। আজ ৮ই ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে মহাকবি কাশীরাম দাস স্মরণোৎসব ও কাশীরাম দাস মেলা শুরু হচ্ছে। মাহাকবি কাশীরাম দাসের বাড়িতে মাল্যদানের মাধ্যমে স্মরণোৎসবের সূচনা হল। মেলা শুরু হওয়ার আগে সিঙ্গি গ্ৰামের বাজার থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।
বর্ণাঢ্য শোভাযাত্রা দেখার সিঙ্গি গ্ৰামের বিভিন্ন মোড়ে এলাকার মানুষেরা ভিড় জমায়। উপস্থিত ছিলেন মেলা কমিটির সভাপতি তারক পাল,সম্পাদক সান্তনু বাস,সদস্য শুভাশীষ মুখার্জি সহ সকল সদস্যরা। আজ বিকেলে সিঙ্গি গ্ৰামের কাশীরাম দাস লাইব্রেরীর মাঠে মহাকবি কাশীরাম দাস মেলা উদ্বোধন করবেন কাটোয়া বিধানসভা বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী। উপস্থিত থাকবেন কাটোয়া ২নং ব্লকের বিডিও পুষ্পেন্দু সাহা সহ অন্যান্য অতিথিবৃন্দ। কমিটির সদস্যরা জানান করোনা থাকার জন্য দীর্ঘ দুইবছর পর মেলা করতে পারি নেই। এইবার করোনা কিছুটা কম থাকার জন্য মেলার আয়োজন করেছি। এই মেলা অনুষ্ঠানে সহযোগিতা করছে সিঙ্গি গ্ৰামের মানুষেরা।