কাটোয়া ২নং ব্লকের বিডিও অফিসের মিটিং
রাহুল রায়,কাটোয়াঃ শুক্রবার ব্লকস্তরে ত্রি-স্তর পঞ্চায়েতের নির্বাচিত জনপ্রতিনিধি ও কর্মচারীদের প্রাতিষ্ঠানিক ও বিভিন্ন কর্মসূচি বিষয়ে পুনঃ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২নং ব্লকের বিডিও অফিসের মিটিং হলে। উপস্থিত ছিলেন কাটোয়া ২নং ব্লকের জয়েন্ট বিডিও তুহিন মন্ডল সহ জেলা প্রশিক্ষণ আধিকারিক মনিরুদ্দিন আহমেদ সহ অন্যান্যরা। মহাত্মা গান্ধী জাতীয় গ্ৰামীণ কর্মনিশ্চ য়াত প্রক্লপের বিভিন্ন কাজের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রশিক্ষণ কর্মশালায় হাজির হয়েছিল হয়েছিল কাটোয়া ২নং ব্লকের ৩টি গ্ৰামপঞ্চতের নির্বাচিত জনপ্রতিনিধি ও কর্মচারীরা।