১০ বছর বয়সে জটিল কিডনি রোগে আক্রান্ত হয় ব্যাঙ্গালোরের বাসিন্দাএম পূজারী
TODAYS বাংলা: ১০ বছর বয়সে জটিল কিডনি রোগে আক্রান্ত হয় ব্যাঙ্গালোরের বাসিন্দা
এম পূজারী। তার রোগ নির্ণয় করতে চিকিৎসকদের বেশ খানিকটা সময় লাগে। পরিস্থিতি ক্রমশ জটিল হতে থাকে। চিকিৎসকরা জানান দ্রুত তার শরীরে কিডনি প্রতিস্থাপন করতে হবে। এরপর তার মা নিজের কিডনি দিতে প্রস্তুত হন।
এরপর গত বছর অক্টোবর মাসে ব্যাঙ্গালোরের একটি বেসরকারি হাসপাতালে এম পূজারীর শরীরে কিডনি প্রতিস্থাপন করা হয়। অস্ত্রোপচার সম্পূর্ণরূপে সফল হয়। বর্তমানে দুইজনে ভালো আছেন ।
চিকিৎসকরা এ প্রসঙ্গে জানিয়েছেন সঠিক সময়ে কিডনি প্রতিস্থাপন না করা হলে বিপদ আরো বাড়তে পারত।