April 20, 2025 | Sunday | 6:47 PM

সর্ব গুনসম্পর্ণ নারী সঞ্চিতা জানা

0


TODAYS বাংলা; পূর্বা রায়: একজন মা, একজন মডেল, একজন মেকআপ আর্টিস্ট আবারও একজন লেখক এককথায় সর্ব গুনসম্পুর্ণ একজন নারী।
মা দূর্গার মত দশ হাত না থাকলেও সঞ্চিতা জানা তার দু হাতেই জয় করে চলেছেন জীবনের সব প্রতিকূলতাকে।


নামী দামী ব্র্যান্ডের সঙ্গে মডেলিং করার পাশপাশি তিনি একটি ইনস্টিটিউশন চালান। সঞ্চিতাস মেকওভার নামে ইনস্টিটিউটটি দক্ষিণ কলকাতার সোখের বাজার এবং টালিগঞ্জের মাঝা মাঝি জায়গা ইস্ট পার্কে সগৌরবে চার বছর ধরে নাম কামিয়ে চলেছে।


সব ধরণের মেক আপ এখানে যত্ন সহকারে সেখানে হয়। নিজেকে সাবলম্বী করে তুলতে, স্বাধীন ভাবে নিজেকে গুছিয়ে নিতে সপ্তাহে দুই দিন করে তিন মাসের এই কোর্স অনায়াসে করতেই পারেন।


প্রতিটা মুহূর্তেই সঙ্গে পেয়েছেন পরিবারকে। সকলের আশা ভালোবাসার জোরে আগামী দিনে আরও নতুন চমক নিয়ে আসতে চলেছেন সঞ্চিতাস মেকওভার ইনস্টিটিউটের কর্ণধার সঞ্চিতা জানা।


কোর্স সম্পর্কে আরও জানতে যোগাযোগ করুন 9836279563 নম্বরে।
TODAYS বাংলার পক্ষ থেকে আসতে চলেছে ম্যাগাজিন এবং সেই ম্যাগাজিনে একাধারে মডেল ও মেক আপ আর্টিস্ট হিসেবে রূপসী সঞ্চিতাকে দেখা যাবে মিনু শাড়িতে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *