উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সাহায্যার্থে একি কান্ড করলেন কলকাতা পুলিশ!
TODAYS বাংলা : আজ থেকে সারা রাজ্যে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, চলবে ২৬ এপ্রিল পর্যন্ত। আর প্রথম দিনেই ঘটল কিছু অভাবনীয় ঘটনা। পরীক্ষার্থীরা চিন্তায় আদেও তারা আজকে পরীক্ষায় বসতে পারবে তো! আর তাদের এই চিন্তা অবসান ঘটিয়েই বিভিন্ন জায়গায় পরীক্ষার্থীদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন কতব্যরত কলকাতা পুলিশ। এমনই কিছু ঘটনার সাক্ষী রইল আজকের দিনটি।

সকাল ১০.২০ নাগাদ মহাত্মা গান্ধী রোড ও স্ট্র্যান্ড রোডের সংযোগস্থলে আমাদের নজরে পড়ে স্কুটার আরোহী এক তরুণ, উদ্ভ্রান্তের মতো খুঁজে বেড়াচ্ছে একটি পরীক্ষাকেন্দ্র, যেখানে তার বন্ধুর পরীক্ষায় বসার কথা, অথচ অ্যাডমিট কার্ড বাড়িতে ফেলে এসেছে সেই বন্ধু। কার্ড পৌঁছে দিতে না পারলে পরীক্ষায় বসা হবে না, সুতরাং কার্ড সঙ্গে নিয়ে বেরিয়েছে এই তরুণ।

খবর পেয়ে শুধু যে রবীন্দ্র সরণীর ওপর ওই পরীক্ষাকেন্দ্রটি চিনতে পারেন তাই নয়, সঙ্গে সঙ্গে সেখানে অ্যাডমিট কার্ড সমেত সার্জেন্ট সুদীপ্ত ভট্টাচার্যকে পাঠিয়েও দেন হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের ওসি, ইন্সপেক্টর অমরেশ ঘোষ। যার ফলে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের অনুমতি পায় সেই পরীক্ষার্থী।

শুধু এটাই শেষ নয় , অন্যদিকে সকাল ১০.১০ নাগাদ পার্ক সার্কাস সাতমাথার মোড়ে ডিউটিতে থাকা ইস্ট ট্রাফিক গার্ডের কন্সটেবল স্বাধীন চন্দের কাছে সাহায্য চাইতে এগিয়ে আসে আরেক পরীক্ষার্থী। কাছেই মল্লিকবাজার এলাকায় তার পরীক্ষাকেন্দ্র, কিন্তু ইতিমধ্যেই দেরি হয়ে গিয়েছে, হেঁটে কিছুতেই পৌঁছতে পারবে না সময়মতো। বিনা বাক্যব্যয়ে ছাত্রটিকে নিজের বাইকে বসিয়ে কয়েক মিনিটের মধ্যে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেন স্বাধীন।

আর তার পরেই একটি পোস্ট হয় কলকাতা পুলিশের পক্ষ থেকে। যেখানে বলা হয়, সকলকেই অনুরোধ, পরীক্ষা চলাকালীন কোনোরকম অসুবিধে হলে আমাদের জানান, সাহায্যের জন্য আমরা সদাই প্রস্তুত। রাজ্যের সকল পরীক্ষার্থীর জন্য রইল শুভেচ্ছা।
