ভারতের সেনারা বা কর্নেলদের যে দূরদর্শিতা ছিল তা একাধিকবার প্রমান দিয়েছে তারা
TODAYS বাংলাঃ শায়ক নদীর উপর তৈরি কর্নেল চেয়াং রিঞ্চেন সেতু চীনের অন্যতম মাথাব্যথার কারন। গতবছর অক্টোবরে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর উদ্বোধন করেন। LAC তে ট্রুপস ট্রান্সপোর্ট ও ডিফেন্স ফেসিলিটিতে এই ব্রিজটি স্ট্রাটেজিক্যলি খুবই গুরুত্বপূর্ণ।
এই কর্নেল চেয়াং কে বলা হয় “The Lion of Ladakh”. ১৯৪৭ সালে ভারত পাকিস্তান যুদ্ধ এছাড়াও ১৯৬২ তে চীনের বিরুদ্ধে যুদ্ধে তিনি সেনা মেডেল পেয়েছিলেন, এছাড়াও দুবার মহাবীর চক্র পেয়েছিলেন তিনি।
১৯৭১ এ ভারত পাকিস্তান যুদ্ধেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল । এখনও পর্যন্ত মাত্র ছজন ভারতীয় দুবার মহাবীর চক্র পেয়েছেন যার মধ্যে তিনিও একজন। এই ব্রিজ তৈরির অ্যপ্রুভাল দিয়েছিল তত্কালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ২০০০ সালে। কিন্তু কোন অজানা কারনে এর পরের সরকার এর কন্সট্রাকশন করেই নি। ২০১৭ এর জুনে এর কন্সট্রাকশন শুরু হয়, মাত্র দুবছরে সম্পূর্ণ হয় ভারতের সবচেয়ে হাই অল্টিটিউড এই ব্রিজ।