TODAYS বাংলা – এর হাত ধরেই অভিজ্ঞতার প্রথম সিঁড়ি চড়লেন কৃতিকা
TODAYS বাংলা, প্রীতি পাত্র: ছোটো থেকেই নিজেকে মডেল হিসেবে প্রতিষ্ঠিত করার ইচ্ছে কৃতিকা পাল – এর। কিন্তু পড়াশোনার জন্য কখনই সেরকম ভাবে মডেল হিসেবে কাজ করার সুযোগ হয়নি কৃতিকার। কৃতিকা বলেন, ” ছোটো থেকেই ইচ্ছে ছিল মডেল হিসেবে কাজ করার কিন্তু বাড়ি থেকে কখনো সেটা মেনে নেওয়া হয়নি। বাবা, মা বলেছিল মাধ্যমিক দেওয়ার পরেই এসব কাজ করতে পারবি। আর তাই মাধ্যমিকের পরেই শুরু করলাম কাজ। “

TODAYS বাংলা ম্যাগাজিনের ফ্যাশন পেজের মডেল হিসেবেই তার জীবনের প্রথম মূহুর্ত শুরু করতে চলেছেন কৃতিকা। তিনি বলেন, ” কাজ করবো ভাবলেও কাজ পাচ্ছিলাম। তারপর হঠাৎ করে TODAYS বাংলা -এর খোঁজ পেলাম।

জীবনের প্রথম অভিজ্ঞতা বইয়ের পাতায় সবসময় থাকবে এটা ভেবেই খুব খুশি আমি। জানিনা কী হবে তবে কাজটা করার জন্য আমি খুব আগ্ৰহী। TODAYS বাংলা কে অসংখ্য ধন্যবাদ জানাই এই সুযোগ টা দেওয়ার জন্য। ” কৃতিকার এই প্রথম অভিজ্ঞতা TODAYS বাংলা -এর হাত ধরে যেন আরও সুন্দর হয়ে উঠে এই আমাদের কামনা।
