কুসুম কানন দিশারী ক্লাবের শ্যামাপূজার থিম ” বাঁচাও”
TODAYS বাংলা: দুর্গা পুজোর পর দেখতে দেখতে কালীপুজোর পালা চলে এলো। মা দুর্গা আসেন এখানে ৫ দিন থাকেন। কিন্তু মা কালী আসেন একদিনেই সব আনন্দ আর রোশনাই নিয়ে আসেন। মা শ্যামা নাকি অন্ধকারের দেবী কিন্তু তার আরাধনার দিনে চারদিকে প্রদীপ, আতশবাজি এর ধুম থাকে। শ্যামার আরাধনায় সব জায়গায় পুজো মণ্ডপ প্রতিমা ও আলোকসজ্জার ব্যবস্থা করেন। এবারেও কোন পুজো কমিটি কি করেছেন জেনে নেব।


১. পুজো কমিটির নাম : কুসুম কানন দিশারী ক্লাব
২. কতদিন থেকে পুজোর শুরু আপনাদের?
২২ বছর
৩. কি থিম? বাঁচাও
৪. কেন এই থিমের ভাবনা?
এই সময় এর থেকে ভাল আর কিছু নেই
৫. কালীপুজো কি দুর্গা পূজার মতই দর্শনার্থীদের ভিড় থাকে ?
থাকে


