লাভপুরে গুরুকুল বিদ্যা মন্দিরে মাঠে একটি নেতাজীর আবক্ষ মূর্তি স্থাপন করা হল
মৃন্ময় লাহিড়ীঃ আজ লাভপুরে সকাল নয়টা নাগাদ আরম্ভ হয় মুল অনুষ্ঠানআনন্দ দুলাল রায় এন্ড সিগ্ধা রায় মেমোরিয়াল ট্রাস্ট এর পক্ষ থেকে ট্রাষ্টের কর্নধার শান্তনু রায় (সঞ্জু) এর উদ্যোগে লাভপুর গুরুকুল বিদ্যা মন্দিরে মাঠে একটি নেতাজীর আবক্ষ মূর্তি স্থাপন করা হল।মাল্যাদান মধ্যে দিয়ে উদ্বোধন করেন । লাভপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রী অভিজিৎ সিংহ (রানা)সমাজ সচেতন এলাকায় মানুষ হাজির ছিলেন।
লাভ পুর থেকে মৃন্ময় লাহিড়ী রিপোর্ট

