আবার ধস নামল সিকিমে
TODAYS বাংলা: গতকাল বিকেলে উত্তর সিকিমে প্রবল ধস নামায় জনজীবন সম্পুর্ন বিপর্যস্ত হয়ে পড়ে। উত্তর সিকিমের অনেক জায়গাতে ধস নামায় আটকিয়ে পড়ে বহু গাড়ি,আটকে পড়ে বহু বাস এবং মালবাহী গাড়ি। গতরাত থেকেই উদ্ধারকার্যতে নেমে পড়েছেন স্থানীয় মানুষ এবং সেনাবাহিনী। ধসে আটকে পড়া মানুষদের উদ্ধার করে স্থানীয় একটি হোটেলে রেখেছে সেনাবাহিনী। গতকাল বিকেল থেকেই ধস নামে সিকিমে। হঠাৎ করে এই ধস নামায় আটকে পড়ে সাড়ি সাড়ি গাড়ি এবং পন্যবাহী গাড়ী। গ্যাংটক এবং সেইলি এলাকায় ধস নেমে যাওয়ার কারনে সিকিমের সাথে ভারতের যোগাযোগ সম্পুর্ন ছিন্ন হয়ে যায়।

ধসে প্রচুর গাছ পড়ে যাওয়াতে ছোট ছোট মালবাহী গাড়ীও আটকে পড়ে। ভারত থেকে প্রায় একশো গাড়ি আটকে পড়ে সিকিমে।এখনো পযর্ন্ত তিরিশটি গাড়িকে উদ্ধার করেছে স্থানীয় সেনাবাহিনী এবং মানুষ। ধসে আটকে পড়া ভারতীয় নাগরিকদের উদ্ধার করতে তিনটি ভারতীয় সেনার গাড়ি সিকিমের উদ্দেশ্য রওয়ানা দিয়েছে বলে খবরে জানা গেছে।
