শেষ প্রচারে কংগ্রেসের ঝড়
শেষ প্রচারে কংগ্রেসের ঝড় । ঢাক , ঢোল নিয়ে সুসজ্জিত প্রচারে পা মেলালেন বাবা মেয়ে ।
বাবার আবেদনে সারা দিয়ে নির্বাচনে লড়াইয়ে নামার সিদ্ধান্ত নেন মেয়ে রুচিরা মালাকার । তার পরেই বাবার হাত ধরে একের পর এক প্রচার সেরেছেন তিনি । এবার প্রচারে শেষ ঝড় তুললেন বাবা শংকর মালাকার ও রুচিরা ।
বুধবার বাবাকে সঙ্গে নিয়ে সুসজ্জিত শোভাযাত্রায় পায়ে পা মেলান রুচিরা । হাত জোর করে সকলের কাছে ভোট ভিক্ষাও করেন তারা । এদিনের এই শোভাযাত্রা ওয়ার্ডের বিভিন্ন পথ পরিক্রমা করে । প্রাক্তন মেয়র গঙ্গোত্রী দত্ত , সর্ব ভারতীয় কংগ্রেসের সম্পাদক বিপিসিং সহ একাধিক নেতৃত্ব ।