April 20, 2025 | Sunday | 8:23 AM

SMI’S ARTISTIC ATTIRE – এর নববর্ষের ক‍্যালেন্ডার লঞ্চ

0

TODAYS বাংলা: প্রীতি পাত্র: ১৬ এপ্রিল অথাৎ বাংলার নববর্ষের দ্বিতীয় দিনেই নববর্ষের ক‍্যালেন্ডার লঞ্চ করলেন SMI’S ARTISTIC ATTIRE – এর কর্নাধার স্মিতা ব‍্যানার্জী । প্রত‍্যেকটি ক‍্যালেন্ডারের পাতায় রয়েছে তার তৈরি পোশক পরিহত মডেলরা।

এর মধ্যেও রয়েছে আর্কষন। আমরা সবসময় ক‍্যালেন্ডার ফোটো শ‍্যুটে অভিক্ষতাসম্পন মডেল দেখতে অভ‍্যস্ত কিন্তু এই ক‍্যালেন্ডারের যেমন ছিল আই গ্ল‍্যামের ব‍্যাচ হোল্ডার মডেলরা তেমনই রয়েছে একেবারে মডেলিং জগতের নতুন মুখও, যারা কখন হয়তো ভাবেননি তাদের ছবি থাকবে ক‍্যালেন্ডারে।

সবাইকে সুযোগ দিয়েই স্মিতা ব‍্যানার্জী লঞ্চ করলেন নববর্ষের ক‍্যালেন্ডার। আর তার কালেকশনের মধ্যে সবসময় বাঙালিয়ানার ছোঁয়া দিয়েছেন তিনি।

একজন বাঙালি হয়ে সবসময় নিজের কাজের মধ্যেও বাঙালিয়ানা তুলে ধরেছেন স্মিতা ব‍্যানার্জী। ওনার মতে” আমি নিজে বাঙালি তাই আমার SMI’S ARTISTIC ATTIRE এর সমস্ত পোশাকের মধ্যে বাঙালিয়ানা তুলে ধরি।

আমি চাই আমার কালেকশনের মধ্যে সারা ভারতে বাঙালি কালচার ছড়িয়ে দিতে”। অবশ্য সব ধরনেরই পোশাক তিনি তৈরি করেন। তবে সবসময় চেষ্টা করেন বাঙালিয়ানার ছোঁয়া দিতে।

এইদিন ক‍্যালেন্ডার লঞ্চের পাশাপাশি একটি র‍্যাম্প শো – এর ও আয়োজন করা হয়েছিল। যেই র‍্যাম্প শো তে অংশগ্রহণ করেছিলেন ক‍্যালেন্ডারের সাথে যুক্ত সব মডেলরা। ক‍্যালেন্ডার লঞ্চ ছাড়াও SMI’S ARTISTIC ATTIRE -এর একটি ক‍্যাটালগও লঞ্চ করা হয় এইদিন।

আর ক‍্যাটালগ ও ক‍্যালেন্ডারের প্রত‍্যেকটি ছবি ছিল থিম বেস। যেহেতু বাংলা নববর্ষের ক‍্যালেন্ডার তাই পোশাকের মধ্যে ছিল বাঙালিয়ানার ছোঁয়া।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *