বীরপাড়ায় চিতাবাঘের হামলায় আহত মহিলা চা-শ্রমিক
TODAYS বাংলা: চিতাবাঘের হানায় আবার আহত একজন মহিলা চা শ্রমিক। ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গের বীরপাড়া সংশ্লিষ্ট চা বাগানে মঙ্গলবার সকালে।

আহত মহিলা চা শ্রমিকের নাম জসপিনা এক্কা, ওই মহিলা চা শ্রমিক সংশ্লিষ্ট চা বাগানে এদিন সকালে যখন চা পাতা তোলার কাজ করছিলেন, তখন একটি চিতাবাঘ তার উপর হামলা করে।

আহত ওই মহিলা চা শ্রমিককে বীরপাড়া সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জলপাইগুড়ি বনদপ্তর জানিয়েছে ওই মহিলা শ্রমিকের চিকিৎসা ভার বহন করবে বনদপ্তর। চিতাবাঘকে ধরবার জন্য খাঁচা পাতা হয়েছে।
