April 20, 2025 | Sunday | 1:43 PM

মেগা সিরিয়ালের পরিচিত মুখ সুচরিতা বিশ্বাসের কাহিনী

0

TODAYS বাংলা; পূর্বা রায়: অ্যাক্টিং মডেলিং সবেতেই স্বচ্ছন্দে সঙ্গে সগৌরবে নিজের উজ্জ্বল উপস্থিতি প্রদর্শন করছেন দীর্ঘ 6 বছর ধরে। নিজের কাজকে ভালোবেসে, সব বাঁধাকে অতিক্রম করে আজ তিনি মেঘা সিরিয়ালের পরিচিতি মুখ।

যে মানুষটিকে আপনারা প্রায়শই টিভির ওপারে দেখেছেন তিনি হলেন সুচরিতা বিশ্বাস।
থিয়েটার তার আতুর ঘর, রূপোলী পর্দা তার স্বপ্নের ভাষা। এই গ্রুপ থিয়েটার এর প্রতি ভালোবাসা সুচরিতাকে আজ সাফল্যের শিখরে পৌঁছে দিতে সাহায্য করছে প্রতিনিয়ত।

Actress, ,


শুধু এখানেই শেষ নয়, একটি ওয়েব সিরিজ করার তকামাও রয়েছে অভিনেত্রী সুচরিতার ঝুলিতে।
ব্যস্ততার মাঝে অবসরে তিনি রান্না করতে বেশ পছন্দ করেন। তবে প্রিয় খাবারের টপ লিস্টে রয়েছে আইসক্রিম।


সুস্মিতা সেন কে আইডল মানা রূপসী মেয়েটি দক্ষতার সঙ্গে কাজ করেছেন বাংলার নানান সুপারহিট সিরিয়ালে। সেইসঙ্গে জানা যায় “চলতি বছরেই তার অনুগামীদের জন্য নতুন চমক নিয়ে আসতে চলেছেন”।


সুচরিতা বিশ্বাসকে শুভেচ্ছা জানাই তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য TODAYS বাংলার পক্ষ থেকে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *