ভালোবাসার মানুষ পাশে দাঁড়ালে স্বপ্নের উড়ান সহজ হয়, উদাহরণ দেবারতি
TODAYS বাংলা; পূর্বা রায়: নিজের ভালবাসার মানুষটি যখন আপনার স্বপ্নকে সত্যি করতে পাশে দাঁড়ায়, তখন আর কে পারে আপনাকে রুখতে আপনার স্বপ্নের উড়ান থেকে! কাহিনী কিছুটা এমনই মডেল এবং অ্যাক্টর দেবারতি ভট্টাচারিয়ার সাফল্যের পাতায়।


ওয়েস্টার্ন থেকে ইন্ডিয়ান সব রকম রুপে মডেলিং করার পাশাপাশি, একটি ওয়েব সিরিজ ও মিউজিক ভিডিওতে দেখিয়েছেন তার যাদু।


রম্প শো তো আছেই তার পাশাপাশি নৃত্য করতেও বেশ পছন্দ করেন ফুডি দেবারতি। কাজের ফাঁকে সুযোগ পেলে প্রিয় মানুষের জন্য বানিয়ে নিতে ভালোবেসে নানান রকমের সুস্বাদু খাবার।

জীবনের সব সংগ্রামে, অধরা অস্পষ্ট রঙিনহীন কল্পনাকে রামধনু রঙে রাঙিয়ে আকাশে উড়তে শেখায় ফ্যাশন মডেল দেবারাতির মিস্টার ভট্টাচারিয়া। তিনি জীবনের প্রতিটা মুহূর্তে সাপোটিভ স্বামীকে পাশে পেয়ে নিজেকে খুব সৌভাগ্যশালী মনে করেন।

একজন মা হিসেবে সংসার সামলে নিজের মডেলিং প্রফেশনর জন্য, নিজের ভালোলাগা কে থেমে না থাকতে দেওয়ার জন্য TODAYS বাংলার পক্ষ থেকে কুর্নিশ জানাই দেবারতি ভট্টাচারিয়া কে।