সাধারণ নারী থেকে মডেল হিসাবে নিজেকে প্রতিষ্ঠার পথে ঐন্দ্রিলা
TODAYS বাংলা: সাধারণ গৃহ কন্যা থেকে মডেলিং করছেন ঐন্দ্রিলা সাহা। ২০২০ থেকে তার মডেলিং জগতে আসা। এখনো নিজেকে প্রতিষ্ঠিত করতে অনেকটা পথচলা বাকি।

তার জন্যই নিজেকে তৈরি করছেন যাতে আরও সফল ভাবে নিজেকে তিনি দেখতে পান। তার ভালোলাগার মধ্যে নাচ, মডেলিং, কুকিং এবং ঘুরতে যাওয়া হলো সব থেকে প্রিয়। ঐন্দ্রিলাকে সবথেকে বেশি সাপোর্ট করেছে তার ছেলে এবং তার মা। এখনো অনেকটা পথ চলা বাকি।

TODAYS বাংলার পরবর্তী শুটে ঐন্দ্রিলাকে মডেল হিসাবে দেখা যাবে। অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইলো তার জন্য।
