স্বপ্নপূরণের চাবিকাঠি ইচ্ছাশক্তি প্রমাণ করলেন অভিজিৎ
TODAYS বাংলা, শ্রেয়া দাস:
মডেলিং জগতে অভিজিৎ দাসের আসা ২ বছর। শুধুমাত্র নিজের স্বপ্ন পূরণের জন্য ভোপাল থেকে কলকাতায় এসেছেন তিনি। ৫ বছর ধরে এই এইজায়গায় আসার জন্য স্ট্রাগল করতে হয়েছে তাকে। কিন্তু নিজের স্বপ্ন টাকে পূরণ করতেই তার ধ্যান জ্ঞান ছিল।

অভিজিৎ এর মায়ের অনেক ইচ্ছা ছিল অভিনেতা এবং মডেল হিসাবে ছেলেকে দেখার। কিন্তু পারিবারিক অনেক সমস্যার জন্য সেটা হয়ে উঠতে পারছিল না।

তাই তার মা অনেকটাই পাশে ছিল এই পথ চলায়। বর্তমানে ওয়েব সিরিজ, ফিল্ম, ড্যান্স এসব কিছুর সঙ্গে যুক্ত আছেন তিনি। ভালো লাগার মধ্যে জিম, গিটার বাজানো, গান, নাচ, অভিনয় এই সব কিছুই রয়েছে।

TODAYS বাংলার সাথে পরবর্তী ম্যাগাজিন শুটে অভিজিৎ কে দেখা যাবে মডেল হিসাবে। অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইলো তার জন্য।