ইচ্ছাপূরণের ডাকে সাড়া দিতে মডেলিং জগতে আসা ডালিয়ার
TODAYS বাংলা, শ্রেয়া দাস:
ইচ্ছাপূরণের ডাকে সাড়া দিতে মডেলিং জগতে আসা ডালিয়া কোলে। ২০১৮ থেকে শুরু মডেল হিসাবে পথচলা। এই পেশায় আসতে অনেক বাধা অতিক্রম করতে হয়েছে।


আর নিজেই নিজেকে সাপোর্ট করা। উচ্চমাধ্যমিক পাশ করার পর গান নিয়ে ৬ ইয়ার কমপ্লিট করেছে ডালিয়া। অভিনয় আর মডেলিং এর প্রতি ভালোবাসা বরাবরই ছিল আর সেই স্বপ্নপূরণ করতেই এই জগতে পা রাখা।

TODAYS বাংলা ম্যাগাজিনের পরবর্তী শুটে ডালিয়াকে দেখা যাবে মডেল হিসাবে। শুভেচ্ছা ও অভিনন্দন রইলো ডালিয়ার জন্য।
