ডেন্টিস্টের পাশাপাশি মডেল শ্রীতমা
TODAYS বাংলা: ডেন্টিস্ট থেকে মডেল এবং অভিনেত্রী। এই পথ খুব একটা সহজ নয়। মডেলিং বা অভিনয় নিয়ে এগোবেন এটা কখনোই ভাবেননি শ্রীতমা বিশ্বাস। সিরিজে অভিনয়ের ইন্টারশিপ থেকে শুরু তার এই পথচলা।


ধীরে ধীরে সেখান থেকেই এগিয়ে আসে শ্রীতমা। ছোটো থেকে ভালোলাগার মধ্যে নাচ ও গান ছিলই। গত ২-৩ বছর ধরে অভিনয় আর মডেলিং টাও তার ভালো লাগায় পরিণত হয়েছে। তার মতে নিজের সাপোর্ট একমাত্র নিজেই করা যায়। নিজে যদি নিজের পাশে না দাড়াই তাহলে বাকিদের থাকা না থাকাটা কোনো ব্যাপারই না।


TODAYS বাংলার দিওয়ালি ব্যানার শুটে শ্রীতমাকে মডেল হিসাবে দেখা যাবে।