আত্মবিশ্বাসী তার মূল মন্ত্র
TODAYS বাংলা; পূর্বা রায়: নিজেকে প্রতিষ্ঠিত করার লড়াইয়ে আত্মবিশ্বাস এর চেয়ে বড় হাতিয়ার আর কিছু হতে পারে না!


সদ্য না হলেও মডেলিং ইন্ডাস্ট্রিতে দু বছরেরও বেশি সময় ধরে কাজ করে চলেছেন শ্রেয়া দে( selfie Queen)। নিজের প্রতি আত্মবিশ্বাস এবং মডেলিং এর প্রতি ভালোবাসা পৌঁছে দিয়েছে তাকে স্বপ্নকে বাস্তবায়িত করার দেশে।


ছোটবেলার ইচ্ছা এবং বিশ্ববরেণ্য অভিনেত্রী দীপিকা পাদুকোন কে আদর্শ মনে করে, নেট মাধ্যম থেকে নানান রকম টিপস নিয়ে প্রতি পদক্ষেপে নিজেকে গুছিয়ে নিয়েছেন একজন প্রতিষ্ঠিত মডেল হিসেবে ভবিষ্যত দেখার জন্য।



প্রকৃতিপ্রেমী শ্রেয়া বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে নিজের সেলফি তুলতে ভীষণ ভালোবাসেন। সেই সেলফি তোর ভবিষ্যতকে নতুন রূপ দেয় 2018 সালে এক জনপ্রিয় স্থানে অনুষ্ঠিত হওয়া সেলফি কনটেস্ট প্রতিযোগিতায় ফার্স্ট রানারআপ হওয়াতে।


মডেল শ্রেয়া দে সম্প্রতি ২০২০ সালে বেশকিছু মিউজিক ভিডিওতে কাজ করেছেন, সেইসঙ্গে মুম্বাইয়ের একটি নামি দামী গ্লিটার প্রেজেন্ট শো তে মিস কক্যাটাগরতে ফার্স্ট রানারআপ হয়েছেন।

আগামী দিনে বড় পর্দা নিয়ে কি ভাবছেন? প্রশ্নের উত্তরে তিনি বলেন, “ প্রস্তুতি যথাযোগ্য নিচ্ছি, ভালো কাজ পেলে নিশ্চয়ই এগিয়ে যাব”।
মিস শ্রেয়ার প্রবল ইচ্ছাশক্তি, আত্মবিশ্বাস এবং আগামী দিনে আরও এগিয়ে যাওয়ার জন্য TODAYS বাংলার পক্ষ থেকে রইলো শুভ কামনা।