আত্মবিশ্বাস সাফল্যের চাবিকাঠি মডেল সুপ্রিয়ার কাছে
TODAYS বাংলা
: নিজের কেরিয়ারে ফোকাসড সুপ্রিয়া। সে বুঝে গিয়েছিল যদি কোনো প্রফেশন থাকে যা তাকে রিপ্রেজেন্ট করে সেটা হলো মডেলিং।

নিজেকে মডেলিং জগতে প্রতিষ্ঠিত করার জন্য যেদিন তার পরিবার তার মাথার উপর হাত রেখেছিল সেদিন থেকেই মনে জোর পেয়েগিয়েছিলেন তাকে পরিচিতি লাভ করতেই হবে। ভালোলাগার মধ্যে মডেলিং, অভিনয় ঘুরতে যাওয়া এগুলো সব থেকে প্রিয়। স্ট্রাগল প্রত্যেক প্রফেশনে করতে তার মতে নিজের প্রতি বিশ্বাস আর সঠিক পথের হদিশ থাকলে সবকিছু অতিক্রম করা যায়।

TODAYS বাংলার দিওয়ালি ব্যানার শুটে সুপ্রিয়া মডেল হিসাবে দেখা যাবে। তার জন্য রইলো অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।