সদ্য মডেলিং জগতে পা রাখলেন তৃষ্ণা হালদার
TODAYS বাংলা: সদ্য মডেলিং জগতে পা রাখলো তৃষ্ণা হালদার। এখনো সেভাবে তার প্রফেশন হয়ে ওঠেনি। কিন্তু সেই পথেই এগিয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছে তৃষ্ণা। ভালো লাগার মধ্যে নাচ, মডেলিং, অভিনয় হলো তার সবথেকে প্রিয়। সবে এই জগতে পথচলা তাই সেভাবে এখনও স্ট্রাগল করতে হয়নি। বাবা মা খুব সাপোর্ট করেছেন তাকে। জি বাংলায় ড্যান্স বাংলা ড্যান্স এ অংশ গ্রহণ করার সুযোগ এলেও তার মায়ের অসুস্থতার কারণে সেই সুযোগ হাতছাড়া হয়ে যায়। কিন্তু এবারে সে চায় মডেলিং ও ইন্ডাস্ট্রি জগতে নিজেকে প্রতিষ্ঠিত করতে।

TODAYS বাংলার পরবর্তী শুটে তৃষ্ণাকে মডেল হিসাবে দেখা যাবে। অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন রইলো তৃষ্ণার জন্য।
