TODAYS বাংলার সাথে অভিজ্ঞতা শেয়ার করলেন মেকআপ আর্টিস্ট প্রদীপ পোদ্দার
TODAYS বাংলা: TODAYS বাংলায় মডেলদের পাশাপশি মেকআপ আর্টিস্টদের সাথেও এক সুসম্পর্ক গড়ে ওঠে। মডেল এবং মেকআপ আর্টিস্ট দুজনের সম্পর্ক গড়ে উঠলে তবেই একটা শ্যুট সুন্দর ভাবে রিপ্রেজেন্ট করা সম্ভব। মেকআপ আর্টিস্ট প্রদীপ পোদ্দার এই প্রফেশনে প্রায় ৫ বছর ধরে রয়েছেন।


তিনি ফ্রেসর্শ দের এই সাজেশন দিয়েছেন যে কাজ ভালো করে করতে হবে, নিজের কাজে নিজেকে বিশ্বাস রাখতে হবে। প্রত্যেকদিন নিজেকে নতুন করে দেখতে হবে কাজ আরও শিখতে হবে। TODAYS বাংলার সাথে কাজ করে খুবই ভালো অভিজ্ঞতা হয়েছে তার। পরবর্তী কালে আবারও কাজ করতে চান TODAYS বাংলার সাথে।

