অল্প সময়েই তাক লাগিয়ে দিচ্ছেন মডেল আকাশ
TODAYS বাংলা:
সিরিয়াল থেকে শুরু আকাশ মিস্ত্রির পথচলা। সেখান থেকে মডেলিং শুরু। মডেলিং জগতে আসা ৩ মাস। কিন্তু অতি কম সময়েই বেশ নিজেকে প্রতিষ্ঠিত করার পথে এগিয়ে যাচ্ছেন তিনি।


সিরিয়াল এমনকি মন্টু পাইলট সিরিজেও তাকে দেখা যায়। আকাশের ভালোলাগা বলতে ড্যান্স করা। বাকিদের মত খুব একটা স্ট্রাগল তাকে করতে হয়নি। সাপোর্ট বলতে বাবা মা বন্ধু সকলেই পাশে থেকেছেন।

TODAYS বাংলা দিওয়ালি ব্যানার শুট ও ম্যাগাজিন শুটে আকাশকে মডেল হিসাবে দেখা যাবে। অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইলো আকাশের জন্য।
