স্ট্রাগল এর মধ্যেই জীবনের হার জিত খুঁজে পেলেন তৃপ্তি
TODAYS বাংলা, শ্রেয়া দাস:
ছোটো থেকেই মডেলিং জগতে আসে তৃপ্তি শর্মা। মডেলিং তার পেশা। যে কোনো জায়গাতেই স্ট্রাগল করতেই হয়। তাই এখানেও অনেক বাঁধা বিপত্তি রয়েছে শুধু সেগুলোকে সঙ্গে নিয়েই এগিয়ে নিয়ে যেতে হবে জিততে হবে। আর সবথেকে বড় কথা হলো তৃপ্তির সাপোর্টার নিজেই সাথে বাবা মা তো অবশ্যই আছেন।

ভালো লাগার মধ্যে রয়েছে খেলা ধুলা, গান, নাচ। এছাড়াও তৃপ্তি একজন দায়িত্বশীল ভাবে হসপিটালিটি সেক্টরে কাজ করেন। শৃঙ্খলার সাথে জীবন যাপন করতে পছন্দ করেন বেশি।

ব্যস্ত জীবন থেকে একটু আধটু সময় পেলে লন টেনিস খেলেন। গাড়ি চালানোতেও ভালোলাগা রয়েছে। আর শাড়ি পড়ার মধ্যে নিজেকে তিনি বেশি খুঁজে পান।
TODAYS বাংলা এর সাথে কাজ করতে দেখা যাবে পরবর্তী ম্যাগাজিন শুটে। অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তৃপ্তির জন্য।