অবিকল ডাইনোসরের মত দেখতে ,নাম কোয়া টিস
TODAYS বাংলা: মাঝে মাঝে কিছু খবর নেট দুনিয়ায় নজর কাড়ে। ইতিমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে একটি খবর ,

দেখা যাচ্ছে ডাইনোসরের মত ছোট ছোট প্রাণী দের। এই খবরকে কেন্দ্র করে রীতিমতো হইচই পড়ে গিয়েছে।

ঘটনা সম্পর্কে জানা গিয়েছে ডাইনোসরের মতো দেখতে এই প্রাণীটির নাম কোয়া টিস। এই প্রাণীটির 33 থেকে 69 সেন্টিমিটার চওড়া।

ওজন 4 কিলোগ্রাম। এই প্রাণীটি মূলত দক্ষিণ আমেরিকা মধ্য আমেরিকা মেক্সিকো সহ আরো বেশ কয়েকটি জায়গায় দেখতে পাওয়া যায়।
