আজ শিলিগুড়ির ১৮ নং ওয়ার্ডে উদ্বোধন করা হল মা ক্যান্টিনের
TODAYS বাংলা: আজ শিলিগুড়ির ১৮ নং ওয়ার্ডে উদ্বোধন করা হল মা ক্যান্টিনের। আজ সকালে শিলিগুড়ির ১৮নং ওয়ার্ডে উদ্বোধন করা হল মা ক্যান্টিনের। উদ্বোধন করলেন শিলিগুড়ি পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকার, উপস্থিত ছিলেন শিলিগুড়ির তেরো নং ওয়ার্ড কাউন্সিলার এবং এম আই সী মানিক দে, চেয়ারম্যান সোনাম ওয়াং দি ভূটিয়া। এছারাও উপস্থিত ছিলেন আঠেরো এবং কুড়ি নং ওয়ার্ড কাউন্সিলারেরাও। এদিন ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানান বর্তমান পরিস্থিতিতে বিশেষ করে কোভিডের পর থেকে সাধারন মানুষের আর্থিক অবস্থা প্রচণ্ডভাবে নীচের দিকে চলে গেছে, সেই অবস্থায় আমাদের মুখ্যমন্ত্রী বাংলার মানুষের জন্য মাত্র ৫ টাকায় দুপুরের খাবারের ব্যাবস্থা করেছেন।

শিলিগুড়িতে প্রধান নগরে এবং এন জেপী তে মা ক্যান্টিন আছে। এছারা আজ শিলিগুড়ির আঠেরো নং ওয়ার্ডে উদ্বোধন করা হল মা ক্যান্টিনের। যাতে যারা দিন আনেন এবং দিন খান তারা ৫ টাকায় দুপুরের খাবার খেতে পারেন। এদিন মোট ১৫০ জনের হাতে খাবার তুলে দেওয়া হয়। আজকের প্রথম দিনে ভাত,ডাল,ভাজা এবং তরকারি ছাড়াও ছিল মিষ্টি। এদিন প্রচুর মানুষ ভীড় করেছিলেন দুপুরের খাবারের জন্য। জানানো হয় কাল থেকে মোট তিনশো জন রোজ খেতে পারবেন এখানে।
