মন থেকে ভালোবেসে চাইলে সেটা সবসময় পাওয়া যায় প্রমাণ করলেন মধুছন্দা
প্রীতি পাত্র: একটা কথা ছোটো থেকে অনেক শুনেছি, কোনো কিছু মন থেকে ভালোবেসে চাইলে সেটা সবসময় পাওয়া যায়। মধুছন্দা মুখ্যাজী -এর কথা শুনে সেই ছোটো বেলায় শোনা কথাটা চোখের সামনে ফুঁটে উঠল । বরাবরই মধুছন্দা নিজেকে সুন্দর ভাবে সাজিয়ে তুলতে ভালোবাসেন। আর মডেলিং করাল ইচ্ছেটা বরাবরই তার রন্ধে রন্ধে আঁকা রয়েছে। মডেল হিসেবে ৫ বছর কাজ করছেন। ৫ বছরে অনেক বাধা বিপত্তি এসেছে কোনো কিছু তেই পিছ পা হয়নি তিনি ।

অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে নিজেকে সাফল্যের সিঁড়িতে এক এক ধাঁপ করে এগিয়ে নিয়ে গেছেন। অনেক পিছুডাক কে পেছনে ফেলেই ৫ বছর আগে নিজের স্বপ্নপূরণের লক্ষে অগ্ৰসর হয়েছিলেন মধুছন্দা, এরপর কখনও আর পেছন ফিরে তাকানোর চেষ্টা করেননি। বছরের সাথে সাথে নিজের সাফল্যের চাবিকাঠি টাও শক্ত করে নিয়েছেন মধুছন্দা।

৫ বছরে অগুনিত কাজ করেছেন তিনি। বিভিন্ন বুটিকের হয়ে ফটোশুট করেছেন, বিভিন্ন নামীদামী ম্যাগাজিনের পাতায় ও কাজ করেছেন তিনি। কাজের পরিসর বেশ অনেকটাই। নিজেকে বিভিন্ন ভাবে বিভিন্ন সময় সাজিয়ে তুলেছেন তিনি, কিন্তু কখন বাঙালির আবেগ মা দুর্গা রূপে নিজেকে সাজিয়ে তোলার সুযোগ হয়নি।

অনেক ব্যানারের শ্যুট করলেও দুর্গা পুজোর ব্যানার শ্যুট কখনো কাজ করেনি মধুছন্দা। TODAYS বাংলা শ্রেষ্ঠ শারদ বাংলা ২০২২ দ্বিতীয় বর্ষের ব্যানার শ্যুটে প্রথমবার কাজ করতে চলেছেন তিনি। মধুছন্দা বলেন, ” বরাবরই নিজেকে বিভিন্ন রূপে সেজে উঠতে দেখেছি। কিন্তু এর আগে কখনো দুর্গো পুজোর ব্যানার শ্যুট কাজ করিনি।

দুর্গা পুজোতো আমাদের বাঙালির আবেগ। আমরা ৩৬৫ দিন অপেক্ষা করি মায়ের আগমনের। সেই মায়ের রূপে নিজেকে এবার সাজিয়ে তুলতে চলেছি এটার থেকে বড়ো কিছু আর হতে পারেনা। আমি খুব গর্বিত এমন একটা কাজ করতে চলেছি ভেবে। অসংখ্য ধন্যবাদ TODAYS বাংলা কে এই সুযোগে টা আমায় করে দেওয়ার জন্য। ” মধুছন্দার এই প্রথম অভিজ্ঞতাকে আমরা সুন্দর করে তোলার দায়িত্ব গ্রহণ করতে পেরে অনেক কৃতজ্ঞতা স্বীকার করি।

আমাদের সকল দর্শকদের জন্য বিশেষ ঘোষণা, আপনারাও যদি এমন সুযোগ পেতে চান TODAYS বাংলা শ্রেষ্ঠ শারদ বাংলা ২০২২ ” দ্বিতীয় বর্ষ ” ব্যানার শ্যুটে কাজ করার , তাহলে না ভেবে এখনই যোগাযোগ করুন আমাদের সঙ্গে। আমরা আপনাদের সুযোগ দেব, এগিয়ে যাওয়ার পথপ্রদর্শক হবো আমরাই। আমাদের মাধ্যমেই নিজেদের অভিজ্ঞতার সীমানাটা আর দীর্ঘ ও সুন্দর করে তুলুন।

