নেতাজি জাতীয় সেবাদলের থিম মহামায়া
TODAYS বাংলা: দীর্ঘ ৩৬৫ দিনের অপেক্ষার পর মা আসেন আমাদের ঘরে। আমরা প্রাণপণে অপেক্ষা করে থাকি। পুজোর কেনা কাটা শুরু হয়ে যায় দীর্ঘ দিন আগে থেকেই। সাথে শুরু হয় প্যান্ডেল তৈরির কাজ। এবারে নেতাজি জাতীয় সেবাদল কি থিম করেছে তা বিষয়ে কথা বলে যা জানালেন –

পুজো কমিটির নাম ?
উঃনেতাজি জাতীয় সেবাদল* ।
১) আপনাদের দুর্গা পুজো কতদিনের ?
উঃ৭২ বছরের দুর্গা পুজো
২) এবারের থিম কি?
উঃ এবারের থিম হল মহামায়া


৩) প্যান্ডেল তৈরি হওয়ার উদ্যোগ পুজোর কতদিন আগে থেকে নেওয়া হয়?
উঃ২ মাস আগে থেকেই শুরু হয়
৪) থিমের ভাবনার কারণ?
উঃমহাবিশ্বে সকল কিছু চলছে কেবল মায়ার টানে,
জগত মাতা মহামায়া জানেন কেবল মায়ার মানে
হিন্দু ধর্মীয় মতে জগত সংসার এবং মনুষ্য জীবন সবই মায়া। মায়া থেকেই সবকিছু সৃষ্টি, যার সত্যকার অস্তিত্ব নেই, নিজের অব্যক্ত স্বরূপ থেকে সমস্ত জগৎ নির্মাণে পরমেশ্বরের অচিন্ত্য শক্তি হলো মায়া। স্নেহ, মমতা ,টান ,সুখ-দুঃখের বন্ধনে মায়া তার প্রকাশ ঘটিয়ে থাকে। মহামায়া হলো এই মায়ার স্রষ্টা। মহামায়া হলো হিন্দু দর্শনে বর্ণিত পরমেশ্বরী শক্তি। মহামায়া হলো ঈশ্বর শক্তি। মন্ডপের প্রতিটি অংশে রয়েছে সেই মায়ার ছোয়া যেখানে বিরাজ করছেন স্বয়ং মহামায়া।।

