শিলিগুড়ির আশ্রমপাড়াতে মহানন্দা sweets এখন শিলিগুড়ির অন্যতম সেরা দোকান
TODAYS বাংলা: শিলিগুড়ির আশ্রমপাড়াতে মহানন্দা sweets এখন শিলিগুড়ির অন্যতম সেরা দোকান।শিলিগুড়ির বড় বড় দোকানগুলির সাথে পাল্লা দিচ্ছে এই মিষ্টির দোকান।এই দোকানের মালিক গৌরাঙ্গ পাল নিজেই কারিগর এবং নিজেই মালিক।জানালেন চাকরি ছেড়ে আমি মিষ্টির দোকান করছি।বাড়ির শত বাধা নিষেধ থাকলেও।আমার খুব ভালো লাগে যখন পূজো এবং অন্যান্য শুভ কাজের জন্য লোক মিষ্টি কিনতে আসে।

এখন আর আগের মত ভীড় হয় না,জানালেন গৌরাঙ্গ পাল।লকডাউনে সব কিছু শেষ হয়ে গেছে,মানুষের চাকরি নেই,নেই ব্যাবসাও তাই দোকানে মিষ্টি কিনবার লোকের সংখ্যাও আসতে আসতে কমে আসছে।বিকেলে এই মহানন্দা সুইটস্ এর চা সিঙ্গারার লোভে আসেন দুর দুরান্ত থেকে আসা মানুষ।

গৌরাঙ্গবাবু জানালেন আমি ভাল মিষ্টি খাওয়াতে চাই আমার খদ্দেরদের যা আমার দোকানকে আরো সুনাম গ্রহন করাতে সাহায্য করবে।আমি দেখতে চাই দিন এবং রাতে এই দোকানে লোকে লোকারন্য থাকছে।আর সেটিই হবে আমার জীত।জানালেন গৌরাঙ্গবাবু।