TODAYS বাংলার সাথে প্রথম মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করতে চলেছেন সুস্মিতা মোদক
TODAYS বাংলা,শ্রেয়া দাস; সুস্মিতা মোদক প্রফেশনাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন ৩ বছর হলো। প্রফেশনটাকে ভীষণ ভালোবাসেন তাই সেটাকেই আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে চান। TODAYS বাংলার সাথে এটা তার প্রথম কাজ। সব রকমের লুক মডেল দের দিতে ভালোবাসেন।

পরিবারের সকলেই তাকে সাপোর্ট করেন। গৃহ বধূ হওয়ার সাথে সাথে ছবি আঁকা এবং মেকআপ নিয়েই তার দিন কাটে। প্রিয় খাওয়ার বিরিয়ানি এবং ঘুরতে যাওয়ার প্রিয় জায়গা কাশ্মীর। টলিউডের জিৎ, শ্রাবন্তী এবং বলিউডের শাহরুখ খান ও মাধুরী দীক্ষিত তার প্রিয়। TODAYS বাংলার জুলাই মাসের শ্যুট এ মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করতে চলেছেন যার লোকেশন হলো দুর্গাপুর।

