গৌতম দেবের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে
TODAYS বাংলা: মুখ্যমন্ত্রী আর কিছুক্ষনের মধ্যেই ঢুকছেন শিলিগুড়িতে।শিলিগুড়িতে বিপুল ভোটে জয়ের খবরে মুখ্যমন্ত্রী শিলিগুড়িবাসীকে অভিনন্দন জানিয়েছেন,এবং খবর পাওয়া যাচ্ছে মুখ্যমন্ত্রী আলাদা করে জেলা সভাপতি পাপিয়া ঘোষকে অভিনন্দন জানিয়েছেন।আজ দুপুর আড়াইটের সময় মুখ্যমন্ত্রীর বাগডোগরা এয়ারপোর্টে পৌছানোর কথা।মুখ্যমন্ত্রী আগেই নির্দেশ দিয়েছেন নির্বাচন পরবর্তীতে কোন গন্ডোগোল না হয়।তার নির্দেশ অনুযায়ী গৌতম দেব পাপিয়া ঘোষের সাথে আলোচনা করে নির্দেশ দিয়েছেন ফলাফল যাই হোক না কেন কোথাও যেন কোন অপ্রিতিকর ঘটনা না ঘটে।
বিশেষ করে দুদিন আগে শিলিগুড়ির 35নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের এক প্রাক্তন কাউন্সিলারের বাড়িতে হামলার খবরও পৌছিয়েছে গৌতম দেবের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে।এবারে বোর্ড গঠন করছে তৃণমূল,তাই কলকাতা থেকেই গৌতম দেবের কাছে নির্দেশ এসে পৌছিয়েছে যতটা পারা যায় শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে।মুখ্যমন্ত্রী শিলিগুড়ি থেকে কোচবিহার যাবেন পঞ্চানন বর্মার জন্মদিন পালন করতে।এর মধ্যেই মুখ্যমন্ত্রী শিলিগুড়ির blue print তৈরী করবেন পাপিয়া ঘোষ এবং গৌতম দেবের সাথে,যাতে কোনরকমের অশান্তি না হয় শিলিগুড়িতে কোন পদ নিয়ে।