দার্জিলিংয়ে সকালে হাঁটতে বেরিয়ে বৃদ্ধাকে সাহায্য করলেন মুখ্যমন্ত্রী
TODAYS বাংলা: আজ সকালে দার্জিলিং এ হাঁটতে বেরিয়ে পথচলতি বৃদ্ধা বিষ্নু তামাং কে কোমরে বেল্ট পরার কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সঙ্গে থাকা কর্মীদের নির্দেশ দিলেন ঐ বৃদ্ধার বাড়িতে বেল্ট পৌঁছে দিতে।মুখ্যমন্ত্রী আজ সকালে যখন পাহাড়ে তার আধিকারিকদের সাথে সকালে হাটতে বের হন,তখনই কিছুদুর হাটবার পরে মুখ্যমন্ত্রী লক্ষ করেন ওই বৃদ্বাকে,যিনি খুব কষ্ট করে হেটে তার বাড়ির দিকে যাচ্ছিলেন,মুখ্যমন্ত্রী আরো জানতে পারেন ওই মহিলা একটি ছোট দোকান করে সংসার চালান।

বর্তমানে উনি কুজো হয়ে যাওয়ায় ঠিকভাবে কাজ করতে পারেন না।

তখনই মুখ্যমন্ত্রী তার আধিকারিকদের নির্দেশ দেন ওই মহিলাকে একটি কোমর বন্ধনী কিনে দিতে।

তার নির্দেশমতো আধিকারিকেরা ওই মহিলাকে কোমরের বেলট কিনে দেন।