April 20, 2025 | Sunday | 2:02 PM

একুশের সভাস্থল পরিদর্শন করলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়

0

TODAYS বাংলা, শ্রেয়া দাস: ২ বছর পর ফের অনুষ্ঠিত হতে চলেছে শহীদ সমাবেশ। গত ২ বছর করোনার আবহে স্থগিত রাখা হয়েছিল এই সমাবেশ। তবে এবছরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় ফের রাজ্যের মুখ্যমন্ত্রীর ডাকে গোটা রাজ্য থেকে মানুষ আসবে এই শহীদ সমাবেশে যোগদান করবেন। তারই সমস্ত ব্যবস্থা নিজে পরিদর্শন করলেন মমতা বন্দোপাধ্যায় ও তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। দূরদূরান্ত থেকে মানুষ আসছেন তাদের জন্য থাকা ও খাওয়ার যথাযথ ব্যবস্থা খতিয়ে দেখলেন নিজে।

তিনি মানুষের উদ্দেশ্যে বার্তা দিলেন, ‘কর্মীরাই দলের সম্পদ। সবাইকে বলব, শান্তভাবে, শৃঙ্খলাবদ্ধভাবে সমাবেশে আসুন। সমাবেশ শেষ হওয়ার পর সাবধানে বাড়ি ফিরে যাবেন’। ২১ শে জুলাই ধর্মতলা চলোর ডাকে সাড়া দিয়েছেন বহু মানুষ। আগামীকাল এই অপেক্ষার অবসান হবে। দলনেত্রীর বার্তা শুনবেন অনেক মানুষ। তাই মোতায়েন থাকবে প্রায় ৪ হাজার পুলিশ। শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে হবে এই সমাবেশ সমস্ত কড়া নজরদারি যেন থাকে এই আদেশ দেওয়া হয়েছে প্রশাসনের উপর।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *