April 20, 2025 | Sunday | 3:36 AM

শিলিগুড়িতে ওষুধের দামের হেরাফেরি

0

TODAYS বাংলা: শিলিগুড়িতে ওষুধের দামের হেরাফেরি।বিক্ষোভ ওষুধের ক্রেতাদের।একই নাম একই ওষুধ কিন্তুু দাম আলাদা।ওষুধের দোকানে গিয়ে এমনটাই অভিযোগ করলেন ক্রেতারা।তাদের অভিযোগ কিভাবে এই ওষুধ বাজারে বিক্রি হচ্ছে ভেবেই পাচ্ছেন না তারা।শিলিগুড়ি হাসপাতালে একই নামের ওষুধের দাম দুজায়গায় দুরকম। কিন্তুু কেন?বিক্রেতারা জানিয়েছেন আগের বছর পরের বছর এর জন্য এই দাম হতে পারে,কিংবা কোম্পানী আলাদা হবার কারনেই হতে পারে এই দামের তারতম্য।

ওষুধের দামের হেরফেরও খুব একটা কম নয় তিরিশ থেকে পঞ্চাশ টাকা।এ নিয়ে নর্থবেঙ্গল কেমিষ্ট এবং ড্রাগিষ্ট আসোসিয়েসনেরএর মন্তব্য তাদের কাছে এই বিষয়ে কোন অভিযোগ জমা পড়ে নি,তবে তারা শুনেছে এই ঘটনা চলছে।শিলিগুড়ি শহরের বেশ কয়েকটি ওষুধের দোকানে একই ওষুধের দাম আলাদা আলাদা করে নেওয়া হচ্ছে।ক্রেতাদের অভিযোগ সব জানা থাকলেও প্রশাসনের তরফ থেকে কোন পদক্ষেপ নেওয়া হয় নি এখনো পযর্ন্ত।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *