ধসে আটকে বহু রাস্তা, দার্জিলিং থেকে নীচে নামতে পারছে না পর্যটকেরা
TODAYS বাংলা: ধসে আটকে বহু রাস্তা। দার্জিলিং থেকে নীচে নামতে পারছে না পর্যটকেরা।দার্জিলিং থেকে শিলিগুড়ি নামতে একমাত্র পাংখাবাড়ি রোড ছাড়া বন্ধ সব রাস্তাই। ফলে গাড়ি নিয়ে নীচে নামতে যেমন হিমসিম খাচ্ছেন ড্রাইভারেরা,তেমনি গাড়ির পর গাড়ি আটকে আছে পাংখাবাড়ি রোডে।পর পর গাড়ি দাড়িয়ে থাকার কারনে সময় লেগে যাচ্ছে প্রায় 5গুন। যাবার অন্য রাস্তা নেই।

বাধ্য হয়েই ঘুরপথে সমতলে নামতে হচ্ছে পর্যটকদের। শিলিগুড়িতে কলকাতা থেকে আসা পর্যটক শেষ পযর্ন্ত তার যাত্রাই বাতিল করে আবার ফিরে গেলেন কলকাতায়। অনিশ্চিতভাবে পাহাড়ে গিয়ে লাভ নেই জানিয়ে দিলেন তিনি।গাড়ির পর গাড়ি আটকে আছে পাহাড়ের রাস্তায়,না আছে জল না আছে খাবার,ফিরে গিয়ে যে আবার পাহাড়ের হোটেলে উঠবেন সে রাস্তাও বন্ধ আপাতত।তাই অনেকে হোটেলেই থাকছেন জানাচ্ছেন রাস্তায় আটকে থাকবার চাইতে এখানে হোটেলে অপেক্ষা করা ভালো। রাস্তায় আটকালে কিংবা কোন কারনে ধস নেমে গেলে পরিস্থিতি ভয়াবহ হবে। বর্তমান পাহাড়ের পরিস্থিতি দেখে আর পাহাড়ে ভ্রমন করতে চাইছেন না পর্যটকেরা।যেভাবে পর্যটকদের ঢল নেমেছিল সেটা এখন একেবারেই বন্ধ হয়ে গেছে এই ধসের কারনে। কবে পরিস্থিতি ঠিক হবে বলতে পারছেন না কেউই।