গোর্খা জনমুক্তি মোর্চা শিবিরে বিরাট ধস
TODAYS বাংলা: আজ পাহাড়ে বিরাট ধস নামল গোর্খা জনমুক্তি মোর্চা শিবিরে।আজ পাহাড়ের মোট একশো পঞ্চাশ জন মোর্চা সমর্থক পাহাড়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তাশি দোরজীর হাত থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নেন।

এ নিয়ে গত দশ দিনে মোট ছয়শো জন মোর্চা সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন।এ বিষয়ে পাহাড়ে তৃণমূল বিধায়ক শান্তা ছেত্রী জানান যোগদেওয়া সমর্থকদের অভিনন্দন।

ওরা বুঝতে পেরেছে উন্নয়ন চাইলে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের হাতই সবাইকে ধরতে হবে,কারন পাহাড় হোক কিংবা সমতল পশ্চিমবাংলাতে তৃণমূল কংগ্রেসই একমাত্র দল যারা মানুষের জন্য কাজ করে।


আমার আশা আগামীতে আরো প্রচুর মানুষ পাহাড় থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন।