২৮ তারিখ থেকে শুরু হতে চলেছে ময়নাগুড়ি জল্পেশ মেলা
TODAYS বাংলাঃ আগামী ২৮ তারিখ থেকে শুরু হতে চলেছে ময়নাগুড়ি জল্পেশ মেলা। ইতিমধ্যেই এই মেলা ঘিরে মন্দির কমিটির তৎপরতা তুঙ্গে। ২৮ তারিখ থেকে মেলা শুরু হলেও মূল অনুষ্ঠান শুরু হতে চলেছে শিব চতুর্দশীর দিন থেকে।
উত্তর বঙ্গের অন্যতম বৃহত্তম মেলা জল্পেশ মেলা। এই মেলায় প্রতিবছরই সমাগম হয় লক্ষাধিক পূন্যার্থীর। করোনার কারণে গত দুবছর বন্ধ ছিল জল্পেশ মেলা।
ইতিমধ্যেই মন্দিরকে সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে। শুরু হয়েছে রং করার কাজ। মন্দির কমিটি জানিয়েছে, প্রশাসনের নির্দেশ অনুযায়ী ১০ দিনই মেলা চলবে।
নির্দেশ অনুযায়ী ১০ দিনই মেলা চলবে। নিরাপত্তার স্বার্থে মন্দিরের চারপাশে লাগানো ২০টি সিসিটিভি ক্যামেরা। মন্দির কমিটির নিজস্ব ভলেন্টিয়ার্স সহ , পুলিশ ও থাকবে। দু’রকমের টিকিট রয়েছে মন্দিরে প্রবেশের ক্ষেত্রে। ১০ টাকা ও ১০০ টাকার টিকিট। করোনার কারণে সকল পুণ্যার্থীদের মাস্ক পড়ে সহ সবরকম করোনাবিধি মানা বাধ্যতামূলক করা হয়েছে।