শিলিগুড়ির বেশকিছু এলাকা প্রদক্ষিন করলেন মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার
TODAYS বাংলা: সামনেই পূজো। শিলিগুড়িতে যাতে পূজো ঠিকভাবে এবং ঠিকমত হয় সেটা সরোজমিনে প্রদক্ষিন করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং পুরকমিশনার।এছারাও উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুলিশ কমিশনার এবং উচ্চপদস্থ পুলিশ কর্তারা।এদিন মেয়র শিলিগুড়ির বেশকিছু এলাকা প্রদক্ষিন করেন এবং যে যে জায়গাগুলি দিয়ে কার্নিভাল যাবে সেটাও ঘুরে দেখেন।এদিন মেয়রের সাথে ঘুরে দেখেন শিলিগুড়ির নবনিযুক্ত পুলিশ কমিশনার অখিলেশ চর্তুবেদি এবং অন্যান্য পুলিশের কর্তারা।এদিন মেয়র জানান আমাদের এবারে শিলিগুড়িতে নতুন করে কার্নিভাল হচ্ছে তাই আমাদের একমাত্র লক্ষ যাতে এই কার্নিভাল যেন ঠিকভাবে পরিচালিত করা হয়।

এবারে শিলিগুড়িতে দূর্গাপূজো একটা আলাদা মাত্রা পাবে।তাই আমাদের লক্ষ গোটা শিলিগুড়িকে পরিষ্কার এবং সুন্দর রাখা।মেয়র এদিন জানান তিনি শিলিগুড়ির বড় বড় clubগুলির সাথে আলোচনা করে সবকিছু ঠিক করবেন। এদিন মেয়র গৌতম দেবের সাথে উপস্থিত ছিলেন এম আই সি এবং শিলিগুড়ি পুরনিগমের অন্যান্য আধিকারিকেরা।