শিলিগুড়ির ৩৫নং ওয়ার্ডে মার্শাল আর্ট অ্যাকাডেমির উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব
TODAYS বাংলা: আজ শিলিগুড়ির ৩৫নং ওয়ার্ডে মার্শাল আর্ট একাডেমীর উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব। আজ দেশবন্ধুপাড়ার ভক্তিনগরে মার্শাল আর্ট একাডেমীর উদ্বোধন করে মেয়র গৌতম দেব জানান ছেলে কিংবা মেয়ে প্রত্যেক মানুষেরই অধিকার আছে নিজেকে রক্ষা করবার।

এই একাডেমী পুরুষ কিংবা মহিলা সবাইকে শেখাবে কিভাবে আত্মরক্ষা করতে হয়। এই একাডেমীতে শুধুমাত্র আত্মরক্ষা করতেই শেখাবে না,মানুষের মনের জোরও কিভাবে বাড়াতে হয় সেটাও শেখানো হবে। এই একাডেমিতে নুন্যতম টাকায় মার্শাল আর্ট শিখবে শিলিগুড়ির মানুষ বলে জানান গৌতম দেব।
