শিলিগুড়ি জেলা হাসপাতালে ওঙ্কোলোজি এন্ড ডে কেয়ার কেমোথেরাপি সেন্টার -র শুভ উদ্বোধনী অনুষ্ঠান করলেন মেয়র গৌতম দেব
TODAYS বাংলা: শিলিগুড়ি জেলা হাসপাতালে ওঙ্কোলোজি এন্ড ডে কেয়ার কেমোথেরাপি সেন্টার -র শুভ উদ্বোধনী অনুষ্ঠান করলেন মেয়র গৌতম দেব।আজ সকালে মেয়র উদ্বোধন করেন এই সেন্টারের।এদিন মেয়র জানালেন এর প্রয়োজন ছিল অনেকদিন আগের থেকেই। কিছু সমস্যা থাকার কারনে তৈরী হতে পারছিল না।

আজকে এই সেন্টার তৈরী হবার কারনে বহু মানুষের উপকার হবে এবং সহজেই বহু মানুষ চিকিৎসার পরিসেবা পাবেন। এখন থেকে রোজ এই পরিসেবা পাবেন শিলিগুড়ির স্থানীয় এবং বাইরের মানুষ।আর সাহায্য করবার জন্য থাকবেন অনেক বিশেষজ্ঞ ডাক্তারেরা। তাদের মুল্যবান পরামর্শে উপকার পাবেন রোগী এবং তাদের আত্মীয়রা। শিলিগুড়ি হাসপাতাল থেকেই পাওয়া যাবে এই সুবিধা বলে জানান মেয়র।