কচিকাচাদের সাথে রাখি বন্ধন উৎসবে মেতে উঠলেন শিলিগুড়ির মেয়র
TODAYS বাংলা: কচিকাচাদের সাথে রাখি বন্ধন উৎসবে মেতে উঠলেন শিলিগুড়ির মেয়র। আজ শিলিগুড়ির ব্রাইট একাডেমীর ছোট ছোট ছেলেমেয়েরা গৌতম দেবের বাড়িতে পৌছে যান এবং তাকে রাখি পূর্নিমার শুভেচ্ছা এবং শুভকামনা জানান।এদিন গৌতম দেব জানান আমাদের যত উৎসব আছে রাখি পূর্নিমা তাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ উৎসব। তাই এই পবিত্র দিনে আমাদের নানান পরিকল্পনা আছে।

তাই কোভিডের পরে আমাদের মুল্য লক্ষ্য যতটা পারা যায় সতর্কতা অবলম্বন করে এই পূর্নিমার উৎসব পালন করা। এদিন মেয়রের হাতে রাখি পড়িয়ে দেন ব্রাইট একাডেমীর ছোট ছোট ছেলেমেয়েরা। মেয়র জানালেন কিছুটা সময় এই সব সরল শিশুদের সাথে কাটালাম তাই একটু অন্যধরনের কাটল আজকের সকালটা।আগামী দিনগুলিতে এইসব শিশুদের সুস্থ এবং সুন্দর জীবন কামনা করি।