এম বি এ পাশ অভিনেত্রী তথা ভাবী মডেল অনন্যা ভৌমিক
TODAYS বাংলা; পূর্বা রায়: এম বি এ নিয়ে পড়াশোনা করেছেন তিনি, তবে লক্ষ্য নিজেকে অভিনেত্রী রূপে প্রতিষ্ঠা করা। সেই পথেই হাঁটছেন অ্যাক্টর, মডেল তথা নৃত্যশিল্পী অনন্যা ভৌমিক।


মডেলিং প্রফেশনে সদ্য হাত বাড়ালেও অভিনয় জগতে বেশ পটু। চলতি মাসেই আসতে চলেছে মডেল অনন্যার ডেবিউ ফিল্ম। যেখানে স্ক্রিন শেয়ার করেছেন স্বনামধন্য অভিনেতাদের সঙ্গে।


অবসর সময়ে বই পড়া, নৃত্যের পাশাপাশি সবটুকু ঘিরেই রয়েছে অ্যাক্টিং এবং মডেলিং।
পরিবারের ইচ্ছা ছিল ভালো করে পড়াশোনা করে মেয়ে বড় হয়ে নিজেকে গুছিয়ে নিক তথাকথিত পদ্ধতিতে, তবে সেই মেয়ের স্বপ্ন ছিল হাটকে কিছু করার।


সেই লক্ষ্য ধরেই আজ অনন্যা একটু একটু করে পৌঁছে যাচ্ছে তার সাফল্যের শিখরে।


মডেলিং কে পাশে রেখে আগামী দিনে আরো ভালো কাজ করে জায়গা করে নিতে চান অভিনয় জগতে।
অভিনেত্রী অনন্যা ভৌমিককে তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য TODAYA বাংলার পক্ষ থেকে রইল একরাশ শুভেচ্ছা।

