জলপাইগুড়িতে পৃথক কামতাপুর রাজ্যের সমর্থন নিয়ে জলপাইগুড়িতে বৈঠক
TODAYS বাংলা: আজ জলপাইগুড়িতে পৃথক কামতাপুর রাজ্যের সমর্থন নিয়ে জলপাইগুড়ির বিজেপি সাংসদ ডাঃ জয়ন্ত রায়ের প্রশংসা করেছিলেন কেএলও চিফ জীবন সিংহ। সেই পৃথক কামতাপুর রাজ্য নিয়েই আপত্তি জানালেন সাংসদ। তাঁর দাবি, শুধু কামতাপুর নয়, যদি রাজ্য করতেই হয় তাহলে পৃথক উত্তরবঙ্গ রাজ্য করা হোক। উত্তরবঙ্গে কামতাপুরি ছাড়াও বাঙালি, রাজবংশি, গোর্খা, আদিবাসী সহ বহু জনজাতি বাস করেন।

তাই পৃথক রাজ্যের ক্ষেত্রে শুধু কামতাপুরি রাজ্য নয়, সার্বিকভাবে উত্তরবঙ্গ রাজ্য করাই ভালো বলে দাবি সাংসদের। সাংসদ জানান, তৃণমূল সরকার একটি ভাষাকেই রাজবংশি ও কামতাপুরি দুই নামে স্বীকৃতি দিয়ে বিভেদ তৈরি করেছেন। যে কারণে উত্তরবঙ্গের সাংসদরা লোকসভায় এই দুটির মধ্যে কোনটিকে সংবিধানের অষ্টম তপশিলে অন্তর্ভুক্তি করার প্রস্তাব রাখবেন, তা বুঝতে পারছেন না।এইভাবে চললে কোন রাজ্য সঠিকভাবে এগোতে পারে না। জয়ন্ত রায় জানালেন সব দিক থেকেই অবহেলিত উত্তরবঙ্গ। এখানে খেলোয়াড় ঋদ্বিমান সাহার কথাও উল্লেখ করেন তিনি,তিনি জানালেন ঋদ্বিমান সাহাকে অন্যায়ভাবে দল থেকে বাদ দেওয়া হল,অথচ এর প্রতিবাদ আমরা কেউই করতে পারলাম না। উত্তরবঙ্গকে সবদিক থেকেই পিছিয়ে রাখবার চেষ্টা করা হচ্ছে বলে জানান সাংসদ জয়ন্ত রায়।