জলপাইগুড়িতে রথের দড়ি টানলেন মিমি চক্রবর্তী
TODAYS বাংলা: জলপাইগুড়িতে রথের দড়ি টানলেন মিমি চক্রবর্তী।গতকাল জলপাইগুড়ির কলেজপাড়াতে রথের দড়ি টানলেন তৃণমূল কংগ্রেসের এই সাংসদ।জানিয়েদিলেন আমার অনেক দিনের ইচ্ছা ছিল জলপাইগুড়িতে এসে রথের মজা উপভোগ করা।

আর সেটা করতে পেরে আমার ভালো লাগছে। আমি প্রচণ্ড আনন্দিত।নিজের জায়গাতে এসে রথের মজা দেখতে পেলাম।এদিন মিমি রথের দড়ি টানা ছাড়াও পাপড় খান এবং জিলেপী বিতরন করেন।জানিয়ে দিলেন এটাই আনন্দ আমার কাছে।আর কিছুর দরকার নেই আমার।