April 21, 2025 | Monday | 2:21 AM

মিরিক শীঘ্রই একটি সবুজ শহরে পরিণত হবে

0

TODAYS বাংলা: মিরিক শীঘ্রই একটি সবুজ শহরে পরিণত হবে । মিরিক পুরসভার চেয়ারম্যান এল বি রাই শুক্রবার মিরিকে সাংবাদিকদের জানান , প্রস্তুতি চলছে । তিনি বলেন , মিরিক পুরসভা মিরিককে সবুজ শহর হিসেবে গড়ে তোলার কাজ শুরু করেছে । মিরিক পুরসভা প্রতিটি ওয়ার্ডের চার থেকে পাঁচজন কর্মচারী ও স্বনির্ভর দলের সদস্যদের সম্পৃক্ত করে পরিচ্ছন্নতার কাজ করছে । মিরিক পুরসভাও প্রতিদিন মিরিককে পরিচ্ছন্ন রাখতে কাজ করছে ।

সুদা মিরিক পুরসভাকে প্রকল্পটি পরিচালনা করার জন্য যানবাহন সরবরাহ করেছে । তিনি জানান , তিনি জিটিএ , মিরিক থানা , মিরিক মহকুমা শাসকের সঙ্গে মিরিককে সবুজ শহর করার জন্য একটি বৈঠক করেছেন । আদালতের বিচারকরা মিরিক আসবেন এবং আনুষ্ঠানিকভাবে মিরিককে সবুজ শহর ঘোষণা করবেন ।

এ ব্যাপারে শুধু পুরসভার উদ্যোগই নয় , প্রতিটি মিরিকবাসীর সহযোগিতা ও অংশগ্রহণ প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।তিনি আরো জানান এতে উত্তরবঙ্গে বিশেষ করে পাহাড়ে পর্যটন শিল্পের উন্নয়ন হবে। মানুষের পাহাড়ের প্রতি এতে আকর্ষন এতে অনেকটাই বেড়ে যাবে বলে জানান তিনি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *